করোনা প্রতিরোধ বানারীপাড়া বাজারে প্রবেশ করে ভিন্ন পথে বাহির

প্রথম পাতা » বরিশাল » করোনা প্রতিরোধ বানারীপাড়া বাজারে প্রবেশ করে ভিন্ন পথে বাহির
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০


---

বানারীপাড়া সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় করোনা প্রতিরোধে বন্দর বাজারে ক্রেতাদের ভিড় এড়াতে পুরাতন মাছ বাজার সন্ধ্যা নদীর তীরে স্থানান্তর করার পাশাপাশি বাজারে আসা লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দিয়েছেন পৌর মেয়র অ্যাডভোকেট সূভাষ চন্দ্র শীল। তিনি বৃহস্পতিবার বানারীপাড়া বন্দর বাজার পরিদর্শনকালে এ নির্দেশ দেন। এসময় পৌর মেয়র অ্যাডভোকেট সূভাষ চন্দ্র শীল বলেন, করোনা প্রতিরোধে জরুরী প্রয়োজনে বাজারে আসা ক্রেতারা প্রতিটি দোকানের সামনে তিন ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। যাতে করে এক জনের সাথে অন্য ক্রেতাদের গায়ে টাচ না লাগে। এছাড়া আপনারা এক সড়ক দিয়ে বাজারে প্রবেশ করবেন এবং প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে অন্য সড়ক দিয়ে বাজারের বাইরে বেরিয়ে যাবেন। এ সময় তিনি দোকানী ও ক্রেতাদের সতর্ক থাকার আহবান জানান।

জিএমআর/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:১৩:৫৭ ● ৩৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ