বাউফলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০


বাউফলে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক খরিপ-১/২০২০-২১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় মাঠে ওই সার ও বীজ বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান হিমু, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,), বাউফল পৌর আ’লীগ সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানা প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০  প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে পাঁচ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ, ত্রিশ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও করোনার প্রভাবে সরকারের বিশেষ তহবিল থেকে ২ মেট্রিক টন ধানের  বীজ সাধারন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ হয়। ’

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:১৪:৫৯ ● ৪২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ