বাউফলে সংঘর্ষে নারীর মৃত্যু, ইউডি মামলা!

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে সংঘর্ষে নারীর মৃত্যু, ইউডি মামলা!
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০


বাউফলে সংঘর্ষে নারীর মৃত্যু, ইউডি মামলা!

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলের কাছিপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়িকে ধরিয়ে দেওয়ার জের  ধরে হামলা-ও পাল্টা হামলায় এক নারী চিকিৎস্যাধীন অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যাওয়ার ঘটনায় হত্যা মামলা না হয়ে ইউডি মামলা রুজু হয়েছে। প্রচলিত আইনে হত্যা মামলা না হয়ে ইউডি মামলার ঘটনায় স্বজনরা বিষ্ময় প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনদিন আগে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে কাছিপাড়া ইউপি সদস্য মো. এনায়েত হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ি মেহেদি হাসান ওরফে রাজু (২৩) কে মাদক বিক্রির সময় হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করে। ওই সময় রাজুর সঙ্গে থাকা ৪০ টি ইয়াবা ট্যাবলেটও জব্দ করে পুলিশ। পরে রাজুর তথ্য অনুযায়ী পুলিশ আবুল বশার (২৬) নামে আরেক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করে উভয়ের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার (১৩ এপ্রিল)  দুপুরে ইউপি সদস্য মো. এনায়েত হোসেনের উপর রাজুর সাঙ্গপাঙাগরা হামলা চালায়। এ সময় এনায়েত হোসেনর লোকজনও লাঠিসোটা নিয়ে পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের  মো. হেলাল হাওলাদার (৪৭), মো. মাহফুজুর রহমান (২০), মো. জয় (১৭), সাফিয়া বেগম (৫৫) ও আবু বক্কর ছিদ্দিক (৫৭) আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত সাফিয়া বেগমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হয় এবং তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার বিকেলে সাফিয়া বেগম মারা যান। এ ঘটনায় মৃত সাফিযা বেগমের পুত্র শাহিন জানান, তার মায়ের মৃত্যুর অভিযোগ এনে বাউফল থানায় এজাহার করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মামলা নেয়নি। ইউডি মামলা হয়েছে বলা হলে শাহিন প্রশ্ন রাখেন, তার মা মারামারির ঘটনায় আহত হয়ে মারা গেছেন। সেক্ষেত্রে ইউডি মামলা হয় কিভাবে। এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাফিয়া বেগম পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যাওয়ায় পটুয়াখালী সদর থানায় ইউডি মামলা হয়েছে। চিকিৎসক সুরাতহাল রিপোর্টে কোন মারধরের নমূণা পায়নি। লাশের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুসারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০০:৪৬ ● ৫০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ