মেয়াদোত্তীর্ণ ঔষধ দশমিনায় পাঁচ ফার্মেসীকে লক্ষাধিক টাকা জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » মেয়াদোত্তীর্ণ ঔষধ দশমিনায় পাঁচ ফার্মেসীকে লক্ষাধিক টাকা জরিমানা
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০


---

দশমিনা সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পাঁচ ফার্মেসীকে বুধবার বিকেলে ১লক্ষ ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করেছেন। এসময় জরিমানার দ- কার্যকর করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। ফার্মেসীগুলো হলো- ইশিতা মেডিকেল (৫০হাজার টাকা), বিভা মেডিকেল (৫০হাজার টাকা), মোল্লা মেডিকেল (১০হাজার টাকা), হাওলাদার মেডিকেল (৩হাজার টাকা)।
দশমিনার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪১ ধারায় তাদের এ জরমিানা করা হয়েছে। অভিযানে থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসবি/এনবি

বাংলাদেশ সময়: ১৯:৪১:০৪ ● ৫০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ