মনপুরায় ১২ বস্তা ত্রাণের চাল জব্দ, আটক-৩

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » মনপুরায় ১২ বস্তা ত্রাণের চাল জব্দ, আটক-৩
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০


মনপুরায় ১২ বস্তা ত্রাণের চাল জব্দ, আটক-৩

মনপুরা (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের আবদুর রবের গোপন আস্তানা থেকে ১২ বস্তা ত্রাণের চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৩জনকে আটক করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৩টায় হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি শাখাওয়াত হোসেন আবদুর রব মেম্বারের গোপন আস্তানা থেকে ১২ বস্তা সরকারি চাল জব্দ করেন। এ সময় কাউসার আহম্মেদ(৫০), হারুন অর রশিদ(৩৫) আজগর হোসেন(৫২) জনকে আটক করা হয়েছে।  আটককৃতরা সকলেই ইউপির সদস্য আবদুর রবের সহযোগি।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, দেশের করোনা ভাইরাসের এই দূর্যোগ মূহুত্বে সরকারি চাল ইউপির সদস্য আবদুর রবের গোপন আস্তানা থেকে ১২ বস্তা চাল জব্দ করা হয়েছে। তিনি চাল গুলো গোপন আস্তানায় রেখেছেন। গোপন সংবাদের ভিত্তিতে চাল উদ্ধার করা হয়। ইউপির সদস্য পালাতক রয়েছে। এই ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করা হয়েছে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি শাখাওয়াত হোসেন বলেন, ইউপির সদস্য পলাতক রয়েছেন। ইউপির সদস্যসহ সকলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহম্পতিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১১:৪৫:০৪ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ