বাউফলে ৪২মে.টন সরকারী চালসহ আটক-২

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে ৪২মে.টন সরকারী চালসহ আটক-২
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০


বাউফলে ৪২মে.টন সরকারী চালসহ আটক-২

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে পুলিশের হাতে জব্দ হওয়া চালের পরিমান নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে জব্দকৃত চালের পরিমান ৪২ মেট্রিক টন আর চালের সাথে আটককৃতরা বলছে ট্রলারে চাল ছিল ৪৫ মেট্রিক টন। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার বগা ইউপির তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মহিবুল্লাহ ওই চাল জব্দ করেন।
জানাগেছে, উপজেলার বগা ইউপির বানাজোরা গ্রামের মোতাহার হাওলাদারের পুত্র সাজাহান হাওলাদার(৪০) বরিশালের হিজলা উপজেলা থেকে ৪৫ মেট্রিক টন চাল ওই অঞ্চলের ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করেন। ওই চাল নিয়ে ট্রলারযোগে মঙ্গলবার রাত ১০টার সময় বগা বাজারে আসেন। পরে একটি ভাড়াকৃত গোডাউনে উঠানোর সময় পুলিশ খবর পেয়ে চালের বস্তাগুলো জব্দ করেন এবং চালের মালিক সাজাহান ও মেহেন্দিগঞ্জ উপজেলার ট্রলার চালক জয়নাল চৌকিদার (৬০) কে আটক করে। আটক সাজাহান জানান, পুলিশের হাতে জব্দকৃত ৪৫ মেট্রিক টন চাল হিজলা উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের কাছ থেকে ক্রয় করে বাউফলে নিয়ে এসেছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান জানান, ওই চাল বাউফলের না। শুনেছি হিজলা উপজেলা থেকে এসেছে। এ বিষয়ে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, আটকৃত চালের পরিমান ৪২ মেট্রিক টন যার বাজার মূল্য ১৩ লক্ষ ৪৪ হাজার টাকা। বাউফল দুমকি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ফারুক হোসেন জানান, সাজাহান হাওলাদার ওই চাল হিজলা উপজেলার বিভিন্ন উপজেলার মেম্বরদের কাছ থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বাউফলে নিয়ে এসেছেন। এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এডি/এমআর

বাংলাদেশ সময়: ১২:১৩:৫৩ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ