বাউফলে জেলেদের মাঝে চাল বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে জেলেদের মাঝে চাল বিতরণ
বুধবার ● ১৫ এপ্রিল ২০২০


বাউফলে জেলেদের মাঝে চাল বিতরণ

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে মৎস্য ভিজিএফ’র তালিকাভূক্ত জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে শারিরিক দূরত্ব বজায় রেখে ৭৪২ জন জেলেদের প্রত্যেককে মার্চ মাসের ৪০ কেজি হারে ২৯.৬৮০ মেঃ টন চাউল দেয়া হয়।
এসময় ট্যাগ অফিসার উপজেলা একটি বাড়ি-একটি খামার প্রকল্প কর্মকর্তা মো. আরিফুর রহমান, ইউপি সচিব আবু বকর সিদ্দিকিসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন জানান, বাউফলের কালাইয়া, চন্দ্রদ্বীপ, নাজিরপুর, কেশবপুর, ধুলিয়া, কাছিপাড়া এবং দাসপাড়া ইউনিয়নে ৬ হাজার ১৮ জন কার্ডধারী জেলে রয়েছে। ইতিমধ্যেই নাজিরপুর, চন্দ্রদ্বীপ, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নে চাউল বিতরণ করা হয়েছে। দু’এক দিনের মধ্যেই সকল ইউনিয়নর জেলেদের মাঝে চাউল বিতরণ করা হবে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১৬ ● ৩৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ