বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০


---

অতুল পাল, বাউফল সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার দিবাগত গভীর রাতে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পাঁচদিন আগে জ্বর সর্দি কাশি নিয়ে স্ত্রী সন্তানসহ ঢাকা থেকে বাউফলে শ্বশুর বাড়িতে এসেছিলেন। মৃত্যু ব্যক্তির গ্রামের বাড়ি পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাতাবুনিয়া গ্রামে। এঘটনায় ওই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, মৃত্যু ব্যক্তি তেমন একটা বাড়ির বাহির হতেন না। তবে স্থানীয় ওষুধের দোকান থেকে জ্বর সর্দির ওষুধ কিনে খেয়েছেন। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এসএম সায়েম জানান, মৃত ওই ব্যক্তি অন্য রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাউফলে আসার পর সে আত্মগোপনে ছিলো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা সাগরকন্যাকে জানান, মৃত ব্যক্তির তথ্য তাদেরকে কেউ জানায়নি। এমন কি মারা যাওয়ার তিন-চার ঘন্টা পর তারা জানতে পেরেছেন বলে দাবি করেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিন ঘন্টার মধ্যে নমুনা সংগ্রহ করতে হয়। যেহেতু সে সময়টা শেষ হয়ে গেছে তাই তার নমুনা সংগ্রহ করা হয়নি। তবে ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মৃত ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ ছিল বলে মনে করা হচ্ছে। টেস্টের ফলাফল না পাওয়া পর্যন্ত সঠিক কারণ বলা সম্ভব নয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, মৃত ব্যক্তির দাফন করোনা প্রটোকল অনুসারেই হবে। পরিবারের সদস্যদের নমুনায় পজেটিভ পাওয়া গেলে ওই গ্রামটি লক ডাউন করা হবে কী না সে ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে পরিবারের লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪০:০১ ● ৪১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ