সামাজিক দূরত্ব উপেক্ষিত কলাপাড়ায় প্রশাসনের নিরবতায় বসছে সাপ্তাহিক হাট

প্রথম পাতা » পটুয়াখালী » সামাজিক দূরত্ব উপেক্ষিত কলাপাড়ায় প্রশাসনের নিরবতায় বসছে সাপ্তাহিক হাট
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
প্রশাসনের উদাসীনতা আর জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবে কলাপাড়ায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে সরকারের সকল উদ্যোগ ভেস্তে যাচ্ছে। কলাপাড়ার সকল সাপ্তাহিক হাঁট বন্ধের সিদ্ধান্ত উপেক্ষা করে মঙ্গলবার কলাপাড়া পৌরশহরে হাঁট বসেছে। মানুষের কেলাহলে ছিল মুখরিত। উপজেলা সদরে এ হাঁটটি বসলেও উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষা এমনকি থানা পুলিশ সবাই ছিল নীরব। এনিয়ে সচেতনমহল ছিল সমালোচনামুখর। এমনিতেই সাপ্তাহিক সকল হাঁট বন্ধের নির্দেশনা রয়েছে। এছাড়া বেলা ১২টার পরে ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধের নির্দেশনা ছিল সম্পুর্ণভাবে অকার্যকর। তা উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকানপাট পর্যন্ত খোলা ছিল। এমনকি কাপড়ের কয়েকটি দোকান পর্যন্ত খোলা দেখা গেছে। করেনা প্রতিরোধের সকল পদক্ষেপ একারণে ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বহু সচেতন মানুষ গণমাধ্যম কর্মীদের মোবাইলে এসব বলে উৎকন্ঠা প্রকাশ করেছেন।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৪:০৪:৪৮ ● ৩৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ