অসহায়দের পাশে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব

প্রথম পাতা » পটুয়াখালী » অসহায়দের পাশে কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব
সোমবার ● ১৩ এপ্রিল ২০২০


---

সাগরকন্যা রিপোর্ট॥

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের খেটেখাওয়া অসহায় সুবিধা বঞ্চিত পরিবারগুলো এক সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে। ব্যক্তি প্রতিষ্ঠান পর্যায় অনেকেই এগিয়ে এসেছেন ওই সকল মানুষদের পাশে। এরকমই কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ভিত্তিক গ্রুপের সদস্যরা দিনভর এ কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যেছিল
কলাপাড়া পৌর শহরের চাকামইয়া ইউনিয়ন, নীলগঞ্জ ইউনিয়ন এবং ধুলাসার ইউনিয়নের অর্ধশতাধিক পরিবার। তাদেরকে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কলাপাড়া পোস্ট গ্রাজুয়েট ক্লাব এর অন্যতম এডমিন নাসির উদ্দিন আহম্মেদ টিপু বলেন, কলাপাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা এবং এর সমাধান কল্পে সকল পোস্ট গ্রাজুয়েটদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমের সৃষ্ট এই গ্রুপের প্রধান এডমিন ও সাগরকন্যা’র সহযোগী সম্পাদক মহিবুল্লাহ মুহিব জানান, যে সমস্ত মানুষগুলো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদেরকে একটি প্লাটফর্মে এনে অরাজনৈতিক সামাজিক গ্রুপটি জনকল্যাণে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৬ ● ৩১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ