প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ
রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯


সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ
ঢাকা সাগরকন্যা অফিস ॥
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি। রবিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে তার সভা কে কমিশনের ৪৫তম সভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ এ কথা জানান।

তিনি বলেন, পাঁচটি ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০ মার্চ চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।

ইসি সচিব জানান, প্রথম ধাপের ভোটে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলা এবং লালমনিরহাট জেলার সবকটি উপজেলা রংপুর জেলার সবগুলো উপজেলা। ময়মনসিংহ বিভাগের নেত্রকোণার আটপাড়াউপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

এছাড়াও সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।

ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, ভোটে প্রাথী হতে স্থানীয় সরকারের লাভজনক সকল পদ থেকে পদত্যাগ করতে হবে। এর আগে রবিবার সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ শান্তিপূর্ণ (পিসফুল) অবস্থা বিরাজ করছে এমন উপজেলাগুলোতে আগে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন। নির্বাচন কমিশন ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিকদের প্রশিণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শীর্ষক প্রশিণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, আমাদের কাছে যে সমস্ত এলাকায় পিসফুল কন্ডিশন প্রতিয়মান হচ্ছে, ওই সমস্ত জেলা এবং উপজেলাগুলোতে আগে ভোট নিতে চাই। ইসি সচিব উদাহরণ দিয়ে বলেন, গ্রেটার কুমিল্লা, নোয়াখালী এরপর চট্টগ্রাম জেলা এগুলোতে স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো কেন্দ্রে গ-গোল হয়েছে। সুতরাং আমরা ওগুলো পরে করবো। যেসব পিসফুল এলাকা ওইগুলোতে আগে থেকে শুরু করবো।

ইসি সচিব বলেন, পার্বত্য তিন জেলায় আমরা একত্রে নির্বাচন করবো। যেহেতু ওখানে কিছু সন্ত্রাসী গ্রুপ আছে। তিন পার্বত্য জেলা একত্রে করলে আমরা শেষ করতে পারবো। এইভাবে আমরা একটি পরিকল্পনা করেছি। আজকে (রবিবার) আমরা কমিশন সভায় উপস্থাপন করবো। তারা অনুমোদন করলে এ বিষয়ে আপনাদের জানিয়ে দেবো। বিএনপি জোটের উপজেলা নির্বাচন বর্জনের প্রতি ইঙ্গিত করে হেলালুদ্দীন আহমদ বলেন, একটি বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না এজন্য দল থেকে একজনকে নোমিনেশন দিলেও দলের বাইরে থেকে অনেকেই কিন্তু নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করবে। ভাইস চেয়ারম্যান অনেকটা ওপেন। দলীয় প্রতীক যেহেতু দিচ্ছে না, স্বাভাবিকভাবেই অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান এমনকি ভাইস চেয়ারম্যান পদে দাঁড়াবে। এজন্য এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে।

সচিব বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকেই (রবিবার) প্রথম পর্যায়ের যে উপজেলা পরিষদ নির্বাচন হবে তার তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে, পাঁচটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম চারটি ধাপ মার্চের মধ্যেই শেষ করতে চাই। অনেক পরে যাদের প্রথম সভা হয়েছে সেগুলো আমরা শেষ ধাপে করবো। ইসি সচিব বলেন, সদর উপজেলা পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে এমন সিদ্ধান্ত হয়েছে। সদর উপজেলার প্রত্যেকটা কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এতদিন আমাদের বিধিমালা ছিল না। পরিপত্রের মাধ্যমে এ পর্যন্ত যতগুলো করেছি জাতীয় সংসদ ছাড়া সিটি করপোরেশনগুলোতে পরিপত্রের মাধ্যমে পরীামূলকভাবে ইভিএম ব্যবহার করেছি। এবার আমরা ইভিএম ব্যবহার করতে চাই উপজেলা পরিষদে। ব্যবহার করতে গেলে ইভিএম বিধিমালা প্রণয়ন করা দরকার।

ইতোমধ্যে কমিশন বিধিমালাটি অনুমোদন করেছেন। আমরা শিগগিরই এটা আইন মন্ত্রণালয়ে পাঠাবো। ওখান থেকে ভেটিং হয়ে আসলে এটা ব্যবহারে আমরা আইনগত ভিত্তি পেয়ে যাবো। বাকি সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাতেও ইভিএম ব্যবহার করার পরিকল্পনা নির্বাচন কমিশনের আছে। ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ইটিআইয়ের পরিচালক মো. ফরহাদ হোসেন ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৩৯ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ