কুয়াকাটার আবাসন ব্যবসার পথিকৃৎ আলী আজম আর নেই

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটার আবাসন ব্যবসার পথিকৃৎ আলী আজম আর নেই
সোমবার ● ১৩ এপ্রিল ২০২০


ড.খন্দকার আলী আজম বাবলা-ফাইল ছবি

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটার আবাসন ব্যবসার পথিকৃত ও কুয়াকাটার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সবার আগে এগিয়ে আসা সেই মানুষটি ড.খন্দকার আলী আজম বাবলা আর নেই। তিনি রাজধানী ঢাকার মিরপুরে আল হেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩এপ্রিল) সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা, কবি- সাহিত্যিক, টিভি উপাস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা, জাতীয় দৈনিক ‘স্বাধীন মত’ এর সম্পাদক ও প্রকাশক, ওশান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক দানবীর ড.খন্দকার আলী আজম বাবলা মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাগরকন্যা সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়াও কুয়াকাটার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একইভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:২১:৪৩ ● ৭৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ