করোনা প্রতিরোধে কলাপাড়ায় সাপ্তাহিক হাট বন্ধের সিদ্ধান্ত উপেক্ষিত

প্রথম পাতা » পটুয়াখালী » করোনা প্রতিরোধে কলাপাড়ায় সাপ্তাহিক হাট বন্ধের সিদ্ধান্ত উপেক্ষিত
সোমবার ● ১৩ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার অন্তত ২০টি সাপ্তাহিক হাট বন্ধের নির্দেশনা দিয়েছেন করোনা প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি ও কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। দুইদিন আগে সকল জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠক, সাংবাদিকদেও উপস্থিতিতে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এ নির্দেশনা মানছেন না হাট-বাজার ব্যবস্থাপনাকমিটিসহ দোকানিরা। সোমবার লালুয়ার বানাতিবাজারের সাপ্তাহিক হাটটি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসানো হয়েছে। শতাধিক অস্থায়ী দোকান বসানো হয়েছে। সেখানে মানুষ জড়ো হচ্ছে। কেনাকাটায় ভিড় করছেন। ফলে সরকারের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত মানা হচ্ছে না। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মতামত দিচ্ছেন মানুষ। ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, হাট-বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াসকে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। চেয়ারম্যান জানান, তিনি সাপ্তাহিক হাঁটটি বন্ধের জন্য বিকেলে গিয়ে ব্যবস্থা নিয়েছেন। সকল অস্থায়ী দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫৭ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ