প্রকাশিত খবরে তোলপাড় কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা ঢেলে সাজানো হচ্ছে

প্রথম পাতা » পটুয়াখালী » প্রকাশিত খবরে তোলপাড় কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকা ঢেলে সাজানো হচ্ছে
সোমবার ● ১৩ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের যথাযথভাবে চাল বিতরণ নিশ্চিতে সংশোধিত তালিকা প্রত্যেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টানিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় এ কর্মসূচির সুবধাভোগীর সংখ্যা ২০ হাজার ১৫৩ জন। বছরের পাঁচ মাস প্রত্যেক পরিবারকে ১০ টাকা কেজি দরে ফি মাসে ৩০ কেজি করে চাল দেয়া হয়। ৩২ জন ডিলারের মাধ্যমে এ কর্মসূচি চলে আসছিল। বছরের মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে এচাল পেয়ে আসছে। সরকারি নির্দেশনা রয়েছে গ্রামে বসবাসরত সবচেয়ে হতদরিদ্র পরিবার, ভূমিহীন, কৃষি শ্রমিক, দিনমজুর, উপার্জনে অক্ষম, বিধবা/তালাকপ্রাপ্তা/স্বামী পরিত্যাক্তা/অসচ্ছ্বল বয়স্ক নারী প্রধান পরিবার এবং যেসব দুঃস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী রয়েছে তারা এ তালিকায় অগ্রাধিকার পাবেন। এছাড়া একই পরিবারের একাধিক ব্যক্তিকে তালিকাভুক্ত করা যাবেনা। ভিজিডি কর্মসূচির সুবিধাপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভূক্ত রাখা যাবে না। কিন্তু এসব তালিকায় সরকারি নির্দেশনা না মেনে জনপ্রতিনিধিরা তাদের পছন্দসই ব্যক্তিকে তালিকাভুক্ত করে ফেয়ারপ্রাইস কার্ডভুক্ত করেছেন। প্রভাবশালী, অবস্থাসম্পন্ন পরিবারের একাধিক বক্তির নামও এ তালিকায় রাখা হয়। এমনকি লালুয়ার বহু গ্রামের শতাধিক ব্যক্তির নাম মিলেছে যারা নিজেরাই জানেন না তাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় রয়েছে। তিন সহস্রাধিক ভুয়া নামের চাল ডিলাররা খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিক্রির এন্তার অভিযোগ ওঠে। যেন হরিলুট চলছিল। গণমাধ্যমে এনিয়ে খবর প্রকাশ হয়। এর প্রেক্ষিতে তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কমিটি। নতুন করে তালিকার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান। আগামি মঙ্গল/ বুধবারের মধ্যে ওই তালিকা সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টানিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ইউএনও বলেন, খসড়া ওই তালিকা নিয়ে কারও কোন অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই শেষে চুড়ান্ত করা হবে। এরপরেই এপ্রিল মাসের চাল বিতরণের জন্য কার্ড ইস্যু করা হবে। এক্ষেত্রে সচ্ছতার জন্য বিতরণের সময় তালিকাভুক্ত ডিলারদের উত্তোলন করা চলের স্টক নিশ্চিতের পরেই কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হবে। খাদ্য বান্ধব কর্মসুচির এ চাল বিতরণে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৫৮ ● ৪২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ