বাউফলে যাত্রীসহ দুই ট্রলার চালক আটক

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে যাত্রীসহ দুই ট্রলার চালক আটক
রবিবার ● ১২ এপ্রিল ২০২০


বাউফলে যাত্রীসহ দুই ট্রলার চালক আটক

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনো ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে বাউফল থেকে ভোলায় যাত্রী পারাপার করতে যাওয়ায় পাঁচ যাত্রীসহ দুই ট্রলার চালককে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। রবিবার (১২ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া নদীর কালাইয়া পয়েন্ট থেকে ট্রলারসহ এদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এদেরকে আর্থিক দন্ড দেয়া হয়েছে।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এস.আই.মো.সোহাগ ফকির জানান, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে নৌ কিংবা সড়ক পথে খাদ্য সামগ্রী, ওষুধ, নিত্যপণ্য এবং কাঁচামাল পরিবহন ব্যতিত অন্য কোন মালামাল এবং যাত্রী পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার মো. কবির হোসেন এবং বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের শাহাবুদ্দীন মুন্সি নামের দুই ট্রলার চালক কালাইয়া লঞ্চঘাটের পূর্বপাশ থেকে গোপণে পাঁচজন যাত্রী নিয়ে ভোলার নাজিরপুর এলাকায় যাচ্ছিল। এ খবর পেয়ে তেঁতুলিয়া নদীতে টহলরত কালাইয়া নৌ পুলিশের দল তাদেরকে তেঁতুলিয়া নদীর কালাইয়া পয়েন্ট থেকে ট্রলারসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন। পরে কোথাও যাবে না মর্মে স্বীকারোক্তি নিয়ে যাত্রীদের বাড়ি ফিরিয়ে দেয়া হয়। এরপর বাউফলের সহকারি কমিশনার (ভূমি) মো. আনিচুর রহমান বালি এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কবির হোসেনকে এক হাজার এবং শাহবুদ্দীনকে পাঁচশত টাকা জরিমানা করেন।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০০:১৯ ● ৫১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ