ভুয়া জন্মদিন ও যুদ্ধাপরাধীদের মদদের মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

প্রথম পাতা » সর্বশেষ » ভুয়া জন্মদিন ও যুদ্ধাপরাধীদের মদদের মামলায় খালেদার অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি
রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯


ফাইল ছবি
ঢাকা সাগরকন্যা অফিস ॥
মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামি ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আসামি পরে সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে গত বছরের ৩১ জুলাই এই দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় খালেদা জিয়া এখন কারাগারে রয়েছেন। আদালতকে এ তথ্য জানিয়ে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামি ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। খালেদা জিয়ার আরেক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারএ তথ্য জানান।

উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন এবং এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।

অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:২৪:১০ ● ৪০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ