করোনা প্রতিরোধে তৃণমূলের কমিটি নিষ্ক্রিয় কলাপাড়ায় কিছুতেই মানছে না সরকারি নির্দেশনা

প্রথম পাতা » পটুয়াখালী » করোনা প্রতিরোধে তৃণমূলের কমিটি নিষ্ক্রিয় কলাপাড়ায় কিছুতেই মানছে না সরকারি নির্দেশনা
রবিবার ● ১২ এপ্রিল ২০২০


ছবিটি আলীপুর বজোরের গতকাল শনিবার বিকেলের দৃশ্

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কলাপাড়া উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করেও পুরোপুরি নিয়ন্ত্রণে ব্যর্থ। সবশেষ শনিবারে এক জরুরি সভায় উপজেলার সকল সাপ্তাহিক বাজার বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরও উপজেলার পৌরসভাসহ অন্তত অর্ধশত গ্রামীণ বাজারে চায়ের দোকানসহ কতিপয় দোকানপাটে রাত অবধি চলে আড্ডাবাজদের বিচরণ। এ বাজারগুলো ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ফেরা এক শ্রেণির মানুষের আড্ডাস্থলে পরিণত হয়েছে। আসরের নামাজের পর থেকে রাত অবধি চলে আড্ডা দেয়ার কাজ।
কলাপাড়া পৌরশহরের বাদুরতলী, নাচনাপাড়া চৌরাস্তা, মাছবাজার, বিভিন্ন মহল্লার দোকানপাট। কুয়াকাটা পৌরসভার চৌরাস্তা, এলজিইডির পুকুরপাড়। এছাড়া নীলগঞ্জের পাখিমারা বাজার, নীজকাটা স্লুইসগেট, টঙ্গিবাড়িয়া, নীলগঞ্জ ফেরিঘাট। মহিপুরের মহিপুর বন্দর, পুরান মহিপুর ফেরিঘাট, গাববাড়িয়ার বাঁধঘাট, খালগোড়া। টিয়াাখালীর নাচনাপাড়া চৌরাস্তা, ফোরলেন পয়েন্ট, টিয়াখালী সেতুর পাড়, বাদুরতলী বাঁধঘাট। ধানখালীর লোন্দাবাজার, বটতলা বাজার, পায়রা বিদ্যুতকেন্দ্র গেট, ফুলতলী, সোমবাড়িয়ার হাট, কলেজ বাজার, নোমরহাট। চম্পাপুরের দেবপুর, পাঁচজুনিয়া, পাটুয়া বাজার। চাকামইয়ার ব্রিজঘাট, তরিকাটা বাজার, দিত্তা, বেতমোড়, কাঠালপাড়া। লালুয়ার বনাতিবাজার, মুক্তিযোদ্ধা বাজার, চারিপাড়া, ব্যুরোজালিয়া, আবাসন গেট। বালিয়াতলীর ছোটবালিয়াতলী, চৌরাস্তা, তুলাতলী, আমতলী, বাবলাতলা বাজার। ধুলাসারের চরচাপলী বাজার, ধোলাইর মার্কেট, বটতলা। লতাচাপলীর আলীপুর, ফাঁসিপাড়া, লক্ষ্মীরবাজার, আমখোলাপাড়া, আজিমপুর, মিশ্রিপাড়া। ডালবুগঞ্জের ডালবুগঞ্জ বাজার, ডালবুগঞ্জ হাইস্কুল বাজার। মিঠাগঞ্জের পুর্ব ও পশ্চিম মধুখালী, তেগাছিয়া বাজারে এসব আড্ডা বসে। জমজমাট আড্ডায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে করোনার ঝুকিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা। পৌরসভাসহ মহাসড়ক সংলগ্ন এলাকায় সেনাবাহিনী টহলকালে এসব দোকানি দোকান বন্ধ করে দেয়। আবার চলে গেলে খুলে বসে। বহুদফা মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। বহু সাধারণ মানুষ মোবাইলে জানায় বহু গ্রামে নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকায় আসা মানুষ কেউ বাড়িতে অবস্থান করছে না। ফলে কেউ যদি করোনা সংক্রমিত থাকে তাইলে তার দ্বারা অন্য লোকজন নিরাপদ থাকছে না। চাকামইয়ার লোকজন জানান, মৌলভীর তবক গ্রামে এক ব্যক্তি নারায়নগঞ্জ থেকে এসে ফ্রি-স্টাইলে ঘোরাঘুরি করছেন। লোন্দা থেকে স্থানীয়রা মোবাইলে জানান, সেখানে তিন ব্যক্তি নারায়নগঞ্জ থেকে এসছেন। এছাড়া দুইটি চায়ের দোকানে বিকেল থেকে রাত অবধি চলে জমজমাট আড্ডা। একাধিক পয়েন্টে টহলরত পুলিশের কার্যক্রম আরও জোরদার করার দাবি সাধারণ মানুষের। এছাড়া ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ে করোনা প্রতিরোধে গঠিত কমিটির কার্যক্রম সক্রিয় না করলে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:২০:২০ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ