বাউফলে করোনার উপদেশে গণপিটুনি!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে করোনার উপদেশে গণপিটুনি!
শনিবার ● ১১ এপ্রিল ২০২০


---

সাগরকন্যা বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি॥
করোনা ভাইরাস প্রতিরোধের বিধান মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে ঠিকানা হয়েছে রাজ্জাক চৌকিদার (৪৫) নামের এক ব্যক্তির। বৃহস্পতিবার (০৯ মার্চ) রাতে বাউফলের বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এব্যপারে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের রাজ্জাক চৌকিদার ওই দিন এশার নামাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে কতিপয় যুবককে একটি দোকানের সামনে আড্ডা দিতে দেখে দূরত্ব বজায় রেখে বসতে বলে মসজিদে চলে যান। নামাজ শেষে ফিরে আসার সময় একই স্থানে পার্শ্ববর্তী দাশের হাওলা গ্রামের হাফেজ সরদারের পুত্র কুদ্দুস সর্দার, সবুজ সর্দার, চন্দন বাড়িয়া গ্রামের নাসির গাজীর পুত্র আবু সালেহ, নাঈম এবং এলাহি বক্সের পুত্র নাসির গাজী তাদেরকে উপদেশ দেয়ার কারণ জিজ্ঞেস করে। এক পর্যায় তারা তাকে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে রাস্তার উপর ফেলে রাখে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাজ্জাক চৌকিদার বাদি হয়ে কুদ্দুস সর্দারসহ ৫জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত কুদ্দুস সর্দার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১৬:১২:২৬ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ