কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় করেনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে কিংবা বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জনপ্রতিনিধি, সামাজিক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সর্বস্তরের দায়িত্বশীল প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, কৃষি কর্মকর্তা আবদুল মন্নান, মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেসক্লাব সভাপতি মো. মনির হোসেন, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস, ধানখালী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এ,বি,এম হুমায়ুন কবির প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক নিরাপত্তার জন্য আজ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী আমতলী উপজেলার এক প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কারণে ওই উপজেলার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী খেঁয়া ও সড়ক পথের যোগাযোগের মাধ্যম যথাযথ ভাবে বন্ধসহ পাঁচ দফা সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা প্রাদূর্ভাব রোধে এছাড়া কলাপাড়ায় নিত্য প্রয়োজনীয় দোকানপাট সকাল আট টা থেকে ১২ টা পর্যন্ত খোলা থাকবে। এরপরে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অতি উৎসাহী হয়ে সংযোগ সড়কে বেরিকেড সৃষ্টির নামে অরাজকতা বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নাচনাপাড়া চৌরাস্তার অবৈধ মাছ বাজার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রমিক জড়ো করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সকল কর্মকান্ড বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
এমইউএম/এমআর/এনবি