চরফ্যাশনে বহিরাগত ঠেকাতে মোড়ে মোড়ে চেক পোষ্ট

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে বহিরাগত ঠেকাতে মোড়ে মোড়ে চেক পোষ্ট
শনিবার ● ১১ এপ্রিল ২০২০


চরফ্যাশনে বহিরাগত ঠেকাতে মোড়ে মোড়ে চেক পোষ্ট

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ঢাকা নায়রায়নগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে সড়ক ও নদী পথে আসা লোকজনকে সনাক্ত করতে চরফ্যাশন ৪ থানার মোড়ে মোড়ে বাসানো হয়েছে চেকপোষ্ট।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে থানার অফিসার ইনচার্জগন যে সকল স্থান দিয়ে মালটানা ট্রাক, এ্যাম্বুল্যান্স ও নৌ-যান দিয়ে যেন কোন লোক বাহির থেকে চরফ্যাশনে প্রবেশ করতে না পারে সে জন্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনাচার্জ ওসি শামসুল আরেফীন বলেন, আমরা উত্তরে ভোলা সড়কের মিডেল পয়েন্টে ও দক্ষিণ পশ্চিম সড়কে মোট ৩টি চেকপোষ্ট বসানো হয়েছে। এই সকল চেকপোষ্টের মাধ্যমে দূর দূরান্ত থেকে আসা লোকজন সনাক্ত করে হোম কোয়ারেন্টে রাখার হয়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি হারুন অর রশিদ বলেন, পশ্চিমাঞ্চল নৌ পথে পটুয়াখালী, দশমিনা, গলাচিপা দিয়ে লোকজন আসার সংবাদে আমরা আজ ২টি পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, চরফ্যাশনে যেন বাহির থেকে কোন লোক প্রবেশ করতে না পারে এবং প্রবেশ করলেও আমরা সনাক্ত করে তাদেরকে হোম কোয়ারেন্টে রাখতে পারি এই জন্যে আজ চেকপোষ্ট বসানোর নির্দেশ দেয়া হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২১:০৩ ● ৪৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ