করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সভা

প্রথম পাতা » বিবিধ » করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সভা
শনিবার ● ১১ এপ্রিল ২০২০


করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সভা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

করোনা ভাইরাসের প্রাদূর্ভাব থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রসাশনের উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে জনপ্রতিনিধি, সামাজিক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ সর্বস্তরের দায়িত্বশীল প্রতিনিধিদের অংশগ্রহনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় সামাজিক নিরাপত্তার জন্য এক সপ্তাহের জন্য উপজেলা সকল হাট-বাজার বন্ধ করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পার্শ্ববর্তি আমতলী উপজেলার এক সুশীল সমাজ প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় ওই উপজেলার সাথে খেয়া ও সড়ক পথে যোগাযোগের মাধ্যম যথাযথভাবে বন্ধসহ পাঁচ দফা সিদ্ধান্ত গ্রীহিত হয়।

জেধার/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪১ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ