দশমিনা হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনা হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা
শনিবার ● ১১ এপ্রিল ২০২০


দশমিনা হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

হঠাৎ করেই কমে গেছে পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জ্বর, সর্দি-কাশির রোগীর সংখ্যা। শুক্রবার ও শনিবার সরেজমিনে এমন চিত্র দেখা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফি বছর এপ্রিল মাসের এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগে আগত রোগীদের মধ্যে ৭০/৮০জন রোগী আসত জ্বর সর্দি কাশির উপসর্গ নিয়ে। এর বাইরেও প্রাইভেট চেম্বারে গিয়েও চিকিৎসা সেবা গ্রহণ করতেন রোগীরা।
সচেতন মহলের দাবী এমন পরিস্থিতিতে ঢাকা এবং নারায়নগঞ্জ থেকে ট্রলারযোগে আসছেন অনেকে। হোম কোয়ারেন্টাইন মানছেন না কেউই। কাঁচাবাজার এবং মুদি দোকানগুলোতে নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। সব মিলিয়ে উপজেলায় করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন উপজেলার সচেতন নাগরিকরা
কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের উপসর্গ এবং সাধারণ ফ্লুর উপসর্গ একই রকম হওয়ায় ভয়ে রোগীরা হাসপাতালে আসছেন না বলে ধারণা করছেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান।
তিনি আরও বলেন, হাসপাতালের আউটডোরে জ্বর সর্দি কাশি এমন উপসর্গ নিয়ে রোগী আসছেন কম। ফোন করেও কেউ পরামর্শও নিচ্ছেন না। বিষয়টি ভয়াবহ পরিণতির দিকে টেনে নিচ্ছে। আমরা টেষ্ট করতে না পারলে কিভাবে জানব যে, কেউ করোনায় সংক্রমিক হয়েছেন কি না। আতঙ্কিত না হয়ে এমন সব উপসর্গ থাকলে চিকিৎসকদের পরামর্শ নেয়ার আহবান জানান তিনি
বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের অসুস্থতা গোপন করার কারণে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তে জটিলতা সৃষ্টির পাশাপাশি সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে। এসব রোগীরা এখন কিভাবে চিকিৎসাসেবা নিচ্ছেন সে বিষয়ে খোঁজ নিয়ে পাওয়া গেছে আরও উদ্বেগ করা তথ্য।
উপজেলার বিভিন্ন এলাকায় ফার্মেসিগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, অনেকেই জ্বর কাশির ওষুধ কিনছেন চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়াই।স্থানীয় একাধিক ওষুধ বিক্রেতা এ তথ্য দিয়েছেন।
এ বিষয়ে থানা ওসি এস এম জালাল উদ্দিন বলেন, আমরা ননস্টপ কাজ করছি। কিন্তু সাধারণ মানুষ যদি নিজেরা সচেতন না হয় তাহলে এই বিপুল সংখ্যক মানুষকে নিয়ন্ত্রন করা কষ্ট।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০০:১০ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ