কলাপাড়ায় যুবলীগ-ছাত্রলীগের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা বিতরণ

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় যুবলীগ-ছাত্রলীগের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা বিতরণ
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
করোনার প্রার্দুভাব প্রতিরোধে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া পটুয়াখালীর কলাপাড়ার হতদরিদ্র নিম্ন আয়ের শ্রমজীবী ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমজীবী মানুষদের মাঝে বুধবার থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রতন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী সাবিদুল ইসলাম হাসিব, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীর নিজস্ব অর্থায়নে পরিবার প্রতি ৫কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ টি সাবান বিতরণ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক ও  বর্তমান সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোমী এসব নেতাকর্মীদের খাদ্য সহায়তা বিতরনের এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। পাশপাশি সকল স্বচ্ছল নেতাকর্মীকে এভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
খাদ্য সহায়তা বিতরনকারী এসব নেতা-কর্মীরা জানান, উপজেলার টিয়াখালী, ধানখালী, লালুয়া, চাকামইয়া, নীলগঞ্জ ও কলাপাড়া পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে সাধারন নিম্ন আয়ের শ্রমজীবী দুই শ’ পরিবারের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। করোনার প্রার্দুভাব চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে প্রতিটি পরিবারের এ খাদ্য সামগ্রী দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর আমাদের এ কয়েকজনের প্রয়াসে নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। খাদ্য সহায়তা বিতরনের পাশপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যাপনসহ করোনার প্রভাব থেকে মুক্ত থাকায় উপায় নিয়ে সচেতন করা হচ্ছে।

জেআর/এনবি

বাংলাদেশ সময়: ১৪:১২:৩২ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ