কাউখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০


কাউখালীতে চার ব্যবসায়ীকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করায় চার ব্যবসায়ীকে ৯৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাউখালীর দক্ষিন বাজার ও চিরাপাড়ায় সরকারি আদেশ অমান্য করে সাপ্তাহিক হাটের দিনে ব্যবসা পরিচালনা করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা.খালেদা খাতুন রেখা।
জানাগেছে, সংক্রামন রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল)আইন,দূর্যোগ ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায়  দক্ষিন বাজারে ব্যবসায়ী এস,এম হান্নান মিয়াকে ৭০হাজার টাকা, ব্যবসায়ী সনজিব কুন্ডুকে ২৫ হাজার টাকা এবং চিরাপাড়ায় ব্যবসায়ী রফিকুল ইসলাম ও শাওনকে ৪হাজার টাকা জরিমানা মোট ৯৯ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালেদা খাতুন রেখা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ ঘর থেকে বের হবেন না। একটু সচেতন হলেই আমরা এটা প্রতিরোধ করতে পারব।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৩:১২:১১ ● ৫৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ