কলাপাড়ায় ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে আইসোলেশন কেন্দ্র

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে আইসোলেশন কেন্দ্র
শুক্রবার ● ১০ এপ্রিল ২০২০


কলাপাড়ায় ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে আইসোলেশন কেন্দ্র

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

করোনা ভাইরাস প্রতিরোধে কিংবা চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলার ১২ ইউনিয়নে ১২টি এবং দুই পৌরসভায় দুইটি মোট ১৪টি অস্থায়ী প্রাতিষ্ঠানিক আইসোলেশন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে এজন্য প্রস্তুত করতে কাজ করছে উপজেলা প্রশাসন।
করোনার বিস্তার রোধে আগাম এমন প্রস্তুতি নেয়ার কথা শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। জানা গেছে, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, গামুরিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ববাদুরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনতা মাধ্যমিক বিদ্যালয়, তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাখিমরা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোন্দা হাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়, ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক আইসোলেশন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এলক্ষ্যে প্রত্যেকটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ট্যাগঅফিসার নির্দিষ্ট করে দেয়া হয়েছে। প্রয়োজনে এসকল শিক্ষা প্রতিষ্ঠানকে আইসোলেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার জানান, করোনা রোগী শণাক্ত হলে তখন চিকিৎসা দেয়ার জন্য এসব আইসোলেশন কেন্দ্র প্রস্তুতি রাখার প্রক্রিয়া এটি।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৬:৫২ ● ৫২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ