করোনা সন্দেহে গুঠিয়ার এক রোগীর নমুনা প্রেরণ শেবাচিমে

প্রথম পাতা » বরিশাল » করোনা সন্দেহে গুঠিয়ার এক রোগীর নমুনা প্রেরণ শেবাচিমে
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
সর্দি কাশি জ্বর নিয়ে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা উজিরপুরের গুঠিয়া এলাকার আব্দুল হালিম নামের এক রোগীকে করোনা সন্দেহে নমূনা সংগ্রহ করে টেষ্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কবির হাসান ওই রোগীর এ নমুনা সংগ্রহ করার পর করোনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. কবির হাসান বলেন, গুঠিয়া এলাকাটি উজিরপুর উপজেলার মধ্যে হলেও সেখানকার রোগীরা কাছা-কাছি বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে (আমাদের কাছে) চলে আসেন। তিনি জানান, বৃহস্পতিবার গুঠিয়া এলাকার আব্দুল হালিম (৫৩) নামের এক রোগী ঠান্ডা জ্বর ও কাশিসহ শারিরীক অসুস্থতা নিয়ে তার কাছে আসেন। এ সময় তিনি ওই রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার করার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানের ল্যাবে অথবা ঢাকার ল্যাবে ওই নুমুনা পরীক্ষা করার পর রিপোর্ট পেলে জানতে পারবেন তার করোনা হয়েছে কিনা। এছাড়া তিনি জানান, ওই রোগীকে তার বাড়িতে পরিবারের কাছ রাখা হয়েছে। সেখানে তাকে পরিবারের কাছ থেকে দূরত্ব বজায় রেখে আলাদা থাকার পাশাপাশি নিয়ম অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করার জন্যও দিক নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

এদিকে করোনা প্রতিরোধে বানারীপাড়া ও সীমান্তবর্তী এলাকায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়কে এলাকার বাহির থেকে আসা মালবাহীসহ সকল প্রকার যানবাহন স্প্রে করে প্রবেশ করার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৮ ● ৩৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ