তজুমদ্দিনের সেই জলিলের পাশে উপজেলা প্রশাসন

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনের সেই জলিলের পাশে উপজেলা প্রশাসন
রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯


সহায় আঃ জলিলের হাতে বয়স্কভাতার কার্ড তুলে দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার দাস

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি
উপজেলা সদরের পানি বিক্রেতা অসহায় আঃ জলিলকে নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সমাজ সেবা অধিদপ্তর একটি বয়স্কভাতার ব্যবস্থা করেন। রবিবার দুপুরে নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার দাস অসহায় জলিলের হাতে বয়স্কভাতার কার্ডটি তুলে দেন ।এসময় সাথে ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা নুরুজ্জামান, শাহিন জামান ও আবুল বাশার।
সুত্রমতে জানা যায়, তজুমদ্দিনের চা-দোকানে বাসা বাড়িতে পানি বিক্রেতা এক সময়ের তেল ব্যবসায়ী বৃদ্ধ আঃ জলিলের অসহায় জীবনচিত্র তুলে ধরে স্থানীয় সাংবাদিক রফিক সাদী বিভিন্ন পত্রিকা ও অনলাইন মিডিয়ায় গত বছর সংবাদ প্রকাশ করেন। তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালালউদ্দিনের দৃস্টি আকর্ষণ করলে তিনি গুরুত্ব সহকারে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
অসহায় আঃ জলিল জানান, ১৫ বছর আগে আগুনে পুড়ে যাওয়া তেলের দোকানের সাথে তার জীবনেও আগুন লেগেছিল। যারা তার পাশে দাড়িয়েছেন, আল্লাহও তাদের পাশে থাকবেন বলে শোকরিয়া প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৭:৫৮ ● ৪৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ