বাউফলে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ
বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২০


বাউফলে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া হতদরিদ্র পরিবারকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জিআর তহবিল থেকে এক হাজার পাঁচশত পরিবারের জন্য চাউল বরাদ্দ দেয়া হয়েছে। বৃহষ্পতিবার (৯ এপ্রিল) এই চাউল উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের ১৫টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নেএকশত হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। করোনার প্রভাবে যে সকল পরিবার কর্মহীন হয়ে পড়েছে সেই সকল পরিবারকে প্রাধান্য দিয়ে এই চাউল বিতরণ করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় বৃহষ্পতিবার বেলা ১১ টায় কালাইয়া ইউনিয়নের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মনির অটো যাত্রী ছাউনিতে কালাইয়া ইউনিয়নের চাউল বিতরণ করা হয়। এসময় কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার প্রভাব থেকে রেহাই পেতে অনেক হতদরিদ্র পরিবার ঘরে অবস্থান করছেন। ফলে তারা কর্মহীন হয়ে পড়েছে। তাদের জন্যই এই চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
চাউল বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, ইউপি সচিব আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য কামাল হোসেন মৃধা, মহিলা সদস্য নাছিমা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪২ ● ৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ