রুটি নিয়ে কাড়াকাড়ি ক্ষুধার্ত কুকুরের থাবায় শিশুর মুখমণ্ডল ক্ষতবিক্ষত

প্রথম পাতা » ঝালকাঠী » রুটি নিয়ে কাড়াকাড়ি ক্ষুধার্ত কুকুরের থাবায় শিশুর মুখমণ্ডল ক্ষতবিক্ষত
বুধবার ● ৮ এপ্রিল ২০২০


---

রাজাপুর (ঝালকাঠি) সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুর বাজারের দক্ষিণ মাথা এলাকায় (বিহারি ডাক্তারের বাসার পাশে) কুকুরের আক্রমনে জখম হয়েছে ৬ বছর বয়সী শিশু তানজিলা আক্তার। এ সময় তাকে রক্ষা করতে এসে তার বোন চামেলি আক্তার আহত হয়েছে। তানজিলা ছোট কৈবরতখালি গ্রামের আবুল হোসেনের মেয়ে। তার মা স্বামী পরিত্যক্তা শাহনাজ বেগম জানান, আশেপাশের সব কিছু বন্ধ থাকায় রাস্তার কুকুরগুলো ক্ষুধার জ্বালায় হিংস্র হয়ে উঠেছে। এদিকে ঘটনার দিন রুটি খেতে খেতে বাসার সামনে বের হয় শিশু তানজিলা। এসময় ক্ষুধার্ত কুকুর ওই রুটি ছিনিয়ে নিতে শিশুটির ওপর হামলে পড়ে। ততক্ষণে শিশু তানজিলার গাল ছিড়ে যায়। মঙ্গলবার বিকেলের এ ঘটনায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে শিশুটিকে। বর্তমানে শিশুটির চিকিৎসা সেবাসহ হতদরিদ্র পরিবারটির খাদ্য সহায়তা খুবই প্রয়োজন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২:৫৯:১৫ ● ৫৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ