বাউফলে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ
বুধবার ● ৮ এপ্রিল ২০২০


বাউফলে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ

বাউফল(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে আ.স.ম ফিরোজ এমপির নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যহত রয়েছে। এদিকে বাউফল প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের তহবিল থেকে পৌর শহরের নবারুন সার্ভে ইনস্টিটিউট মাঠে পৌর শহরের ৬০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল প্রেসক্লাব সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুণ অর রশিদ খান, নবারুন সার্ভে ইনস্টিটিউটের পরিচালক এমএমকেআর হাসনাইন, এ্যাডভোকেট শহিদুল ইসলামসহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শহরের ৯টি ওয়ার্ডের দুস্থ পরিবারের মধ্যে দেয়া হয়েছে ৬ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি আলু ও ১ লিটার সোয়াবিন তেল।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৪২:৪৫ ● ৩৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ