বাউফলে কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে কর্মহীন শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০


---

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলে করোনা ভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ।  মঙ্গলবার বেলা দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে উপজেলার কালাইয়া, নাজিরপুর ও মদনপুরা ইউনিয়নের প্রায় ১ হাজার ৪০০ পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।
বেলা ১০ টায় নাজিরপুর ইউনিয়ন পরিষদ মাঠে ৫৭০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন তোহাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অপরদিকে, বেলা ১১টায় মদনপুরা ইউনিয়ন পরিষদ মাঠে ৩৩০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা। বেলা সাড়ে ১১টায় কালাইয়া বন্দরের চায়ের দোকানদার, মটর সাইকেল ও অটো চালক এবং কর্মহীন শ্রমজীবী ৩৭৫ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, ইউপি চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক কবিরুজ্জামান, ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং ফিরোজ হাওলাদারসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণের সময় করোনা থেকে পরিত্রাণ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা পড়ে শোনানো হয় এবং ওই নির্দেশনা মেনে সকলকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:২০:২৯ ● ৩৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ