বাউফলে জোরপূর্বক ঘর নির্মাণে আহত-৫

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে জোরপূর্বক ঘর নির্মাণে আহত-৫
সোমবার ● ৬ এপ্রিল ২০২০


---

অতুল পাল, সাগরকন্যা বাউফল প্রতিনিধি॥
পটুয়াখালীর বাউফলে অন্যের মালিকানা সম্পত্তিতে জবর দখল করে ঘর নির্মাণ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। ওই সময় নির্মাণকাজে বাধা দিলে সম্পত্তির মালিক সহ ৫জনকে পিটিয়ে জখম করছে দখলকারীরা। রোববার (৫এপ্রিল) বিকেলে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ হাওলাদার নামের এক ব্যাক্তির কাছিপাড়া-পাকডাল সড়কের পাশে ১১ শতাংশ জমির উপরে একটি টিনসেট ঘর থাকলেও বাকি অংশ খালি ছিল। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি টিনসেট ঘরের পাশের ওই খালি অংশে ইট বালু দিয়ে পাঁকা ঘরের নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে জমির মালিক ও তার স্বজনরা ঘটনাস্থলে এসে বাঁধা দিলে ১০-১২ জনের একটি লাঠিয়াল বাহিনী আব্দুর রশিদ হাওলাদার (৬৭) খলিলুর রহমান (৪৮) ইউসুফ (৪৬) মস্তফা(৫৭) এবং তায়েব(২২) কে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে প্রথোমক্ত চারজনকে কাছিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে এবং গুরুতর আহত তায়েবকে পটুয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। জমির মালিক রশিদ হাওলাদার জানান, কাছিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিয়াজ খান আমার পতিত জমিতে প্রথমে একটি টিন সেট ক্লাবঘর তুলে সেখানে নানা অপকর্ম চালিয়ে আসছিল। রোববার বিকালে ক্লাব ঘরের পাশের অংশে নতুন করে পাঁকাঘর নির্মাণ করে দখলে নেয়ার চেষ্টা চালায়। বাঁধা দিলে তারা আমাদেরকে মারধর করে। এ ঘটনায় জমির মালিক ১৫ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রিয়াজ খান বলেন, আমি সরকারি কাজের ইট বালু, সিমেন্ট সরকারি জায়গায় রেখেছি। সরকারি জায়গাও নাকি তার। ওই ঘটনায় একটু ঝামেলা হয়েছে। বাউফল থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান বলেন, পাকডালের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১৫:১৯:১৮ ● ২৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ