কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥
করোনার প্রভাবে ক্ষতির শিকার কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান। ইতোমধ্যে ভিআইপি আসন হিসেবে পরিচিতি পেয়েছে এ আসনটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনকে ঘিরে উন্নয়নের মহাপরিকল্পনা বাস্তবায়ন করছেন। যার মধ্যে পায়রা সমুদ্র বন্দর, শের-ই-বাংলা নৌঘাটি, দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণ উল্লেখযোগ্য। পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নয়নে রয়েছে মহাপরিকল্পনা। আরও একাধিক বিদ্যুত প্লান্ট নির্মাণের কাজ চলমান রয়েছে।
এ আসনে বিগত সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ছিল উল্লেখ করার মতো। নবীন-প্রবীণদের ভিড় ছিল মনোনয়ন কেনার। কিন্তু করোনর প্রভাবে এখন আর নেই কারও পদচারণা। নেই আওয়ামী লীগের কোন নেতাদের কর্মকান্ড। আলোচিত হলেও সংসদ সদস্য মহিব্বুর রহমানই একা কর্মহীন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিগত ১০দিন ধরে তিনি নিরলসভাবে ব্যক্তি উদ্যোগে নয় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন। ঘরে ঘরে গিয়ে নগদ অর্থ বিলি করছেন। কলাপাড়ায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যম কর্মীদের দিয়েছেন পিপিই। সচেতনতার জন্য মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন। করেছেন মাস্ক বিতরণ। একমাত্র তিনি ব্যতীত আওয়ামী লীগের অপর কোন নেতাদের জনমানুষের পাশে এভাবে সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়নি। আর মনোনয়ন প্রত্যাশীদের তো এখন পর্যন্ত দেখাই মেলেনি। এনিয়ে আলোচনা সমালোচনা বইছে। এমপি মহিব্বুর রহমান যেমনি সমালোচিত হয়েছেন নির্বাচনের পরে তেমনি এখন আবার ইতিবাচক পদক্ষেপে রয়েছেন আলোচিত, সমাদৃত। তবে বেসরকারি সংগঠন, এসএসসি-৯৭, গেরৈবোজ্জল-৯৯, আলোকিত-৯৬, এসএসসি-২০১১, ২০১৩ ব্যাচ, নাগরিক উদ্যোগ কলাপাড়া, পাথওয়েসহ বিভিন্ন সামাজিক সংগঠন কর্মহীন শত শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। সরকারিভাবে উপজেলা প্রশাসন সব কটি ইউনিয়নে প্রথম দফায় দুই হাজার পরিবারকে চাল,ডালসহ বিভিন্ন খাদ্য সহায়তা বিতরণ করেছে।
এমপি মহিব্বুর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচনী এলাকায় থেকে করোনার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তিনি থাকছেন। থাকবেন শেষদিন পর্যন্ত। তিনি এছাড়া সরকারি কর্মকান্ড বিশেষ করে করোনার বিস্তার রোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও খোঁজ-খবর রাখছেন। তিনি এও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কর্মহীন মানুষের ঘরে ঘরে ত্রানসামগ্রী পৌছে দিচ্ছি। করোনার বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে সকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন।
এমইউএম/এমআর/এনবি