রাঙ্গাবালীতে টাকার বিনিময়ে জেলে ভিজিএফ সুবিধা !

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রাঙ্গাবালীতে টাকার বিনিময়ে জেলে ভিজিএফ সুবিধা !
সোমবার ● ৬ এপ্রিল ২০২০


রাঙ্গাবালীতে টাকার বিনিময়ে জেলে ভিজিএফ সুবিধা !

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

করোনা ভাইরাসের ক্রান্তিকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় টাকার বিনিময় জেলে ভিজিএফ সুবিধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, উপজেলার বড়বাইশদিয়া ও সদ্য বিভক্ত মৌডুবি ইউনিয়নে এক হাজার টাকা নিয়ে ভিজিএফ সুবিধা দিয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্যরা। টাকার বিনিময়ে টোকেন (স্লিপ) দিয়েছে তারা। যারা টাকা দিতে পারেনি তারা সুবিধাও পায়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা চলাকালীন জাটকা ইলিশ আহরণে বিরত থাকা বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়নে বিশেষ ভিজিএফ সুবিধাভোগী ১ হাজার ৭২৫ জন। গেল ফেব্রুয়ারি ও মার্চে প্রতি পরিবারে ৪০ কেজি হারে দুই মাসে ৮০ কেজি করে তাদের জন্য মোট ১৩৮ মেট্রিকটণ চাল বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মৌডুবি ইউনিয়ন ওই চাল বিতরণ শেষ হয়।
স্থানীয় জেলেরা জানান, বেশিরভাগ ইউপি সদস্যরা টাকা নিয়ে ভিজিএফ চাল দিয়েছে। টাকা দিতে না পারায় অনেক প্রকৃত জেলেও বাদ পড়েছে। সুবিধা পেয়েছে অন্য পেশার লোক। নাম প্রকাশ না করার শর্তে বড়বাইশদিয়া ও মৌডুবির কয়েকজন জেলে জানান, করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে মাছ শিকারে বিরত বেশিরভাগ জেলে। তারা এখন কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এমন সময় ইউপি সদস্যদের এ কর্মকা-ে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
২০ বছর জেলে পেশায় নিয়োজিত মৌডুবির হাফেজকান্দা গ্রামের অলিউল্লাহ বলেন, ‘আমরা জাইল্লাগিরি করি। আমরা চাউল পাইনা। আর যারা টাহা দেয়, হেরা জাইল্লা না ওইলেও চাউল পায়।’ বড়বাইশদিয়ার চরগঙ্গা গ্রামের জেলে রেফাত আকন, কবির মোল্লা ও দেলোয়ার মৃধা বলেন, ‘টাকা পারিনি, তাই চালও পাইনি।’ টাকা দেওয়ার বিষয় স্বীকার করে বড়বাইশদিয়ার ছাতিয়ানপাড়া গ্রামের আপাং সর্দার বলেন, ‘তিনি টাকা দিয়ে চাল পেয়েছেন। সবার কাছ থেকে তাদের মেম্বারে (ইউপি সদস্য) লোক দিয়ে টাকা তুলছে।’  তবে এসব অস্বীকার করে বড়বাইশদিয়া ইউপি চেয়ারম্যান আবু হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ আমরা কাছে কেউ অভিযোগ করেনি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৩ ● ৩০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ