মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় সারা দেশের মতো মহিপুর-আলীপুর ও কুয়াকাটাতে শ্রমজীবী মানুষগুলো বেকার হয়ে পড়েন। রেস্টুরেন্টসহ খাবার হোটেলগুলো বন্ধের ফলে ভাসমান মানুষগুলো পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। এমন সংকটময় মুহূর্তে তাদের পাশে খাবার এগিয়ে দিয়েছেন ‘পিপল ফর দ্য পিপল’ নামে ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ। মহিপুরের স্থানীয় কয়েক শিক্ষিত যুবকের পরিচালিত ওই গ্রুপের সাথে রয়েছেন একঝাঁক অদম্য মানবতাবাদী তুরণ ও যুবক। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় তারা সরব হলে অনেকেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন। এরপর মহিপুর-আলীপুর ও কুয়াকাটায় অনাহারী ভাসমান মানুষদের তালিকা প্রস্তুত করে টানা এক সপ্তাহ এক বেলা রান্না করা খাবার তাদেও হাতে পৌঁছে দেন। এছাড়া ৪৬ পরিবারকে একটি প্লাস্টিকের বস্তায় ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ৫০০ এমএল সয়াবিন তৈল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি মসুর ডাল, ১টি সাবান ও ১২ পরিবারকে ১ কেজি করে ব্রয়ালার মুরগির গোস্ত, যাদের বয়স ৫০ থেকে ৬৫ বছর এমন অসুস্থ ৭জনকে ঔষধ এবং কয়েকজন দুস্থকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এসব মানবতাবাদী তরুণরা প্রথমে দুস্থ কর্মহীন ক্ষুধাপীড়িত মানুষজনের কথা চিন্তা করলেও এসময়ের মধ্যে ক্ষুধার্ত কুকুর ও পাকপাখালিও তাদের খাদ্য সহায়তা থেকে বাদ যায়নি। ফেসবুক ভিত্তিক পিপল ফর দ্য পিপল গ্রুপের স্বেচ্ছাসেবক বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল হাসান আতিক বলেন, মানুষের কাছে রান্না করা খাবার এবং খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ায় তারা অনেক খুশি হয়েছেন, কেউ কেউ ঝরিয়েছেন আনন্দাশ্রু। এদের অন্যতম ইমরান দেওয়ান বলেন, সহায়তা প্রাপ্ত পরিবারগুলোর আত্মসম্মানের কথা ভেবে আমরা তাদের ছবি তুলিনি। ‘পিপল ফর দ্য পিপল’ গ্রুপের অন্যতম সাফিন শাহাদাত বলেন, সমাজের বিত্তবানরা যখন এসব মানুষের কথা ভাবতে শুরু করেনি তখন এ বিষয়টি আমরা কিছু মানুষের সাথে শেয়ার করায় মানবিক মানুষগুলো এগিয়ে এলে আমরা কাজটি শুরু করতে পেরেছিলাম। এই গ্রুপের অন্যতম কামাল হাসান রনি বলেন, কলাপাড়া উপজেলা প্রশাসন সরকারি পর্যায় কর্মহীনদের খাদ্য সহায়তা দিতে শুরু করায় গত ২৯ মার্চ থেকে আমাদের নতুন করে আর মাঠে নামা হয়নি। ভবিষ্যতের এমন পরিস্থিতিতে সবসময় মানুষের পাশে দাঁড়াবার প্রত্যয় রয়েছে আমাদের।