তালতলীতে করোনাভাইরাস সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে করোনাভাইরাস সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার তালতলীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনাভাইরাস সন্দেহে একজন সিঙ্গাপুর প্রবাসী ও একজন রিক্সা চালকের ছেলে। চিকিৎসকরা আইইডিসিআর এর নির্দেশনা অনুসারে উপজেলা মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন।
বৃহস্পতিবার রাতে তাদের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে ওই দুই বাড়ির বাসিন্দাদের হোম- কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাইদ হোসেন সোহাগ এবং ডাঃ ফাইজুর রহমান বলেন, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে একটি শিশু এবং এক সিঙ্গাপুর প্রবাসীর নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ওই দুইজনের পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা বলেন, ঢাকায় নমুনা পাঠানো রির্পোটের উপর ভিত্তি করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩০ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ