ফলোআপ- কলাপাড়ায় অশীতিপর লুছিয়ার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে ইউএনও

প্রথম পাতা » সর্বশেষ » ফলোআপ- কলাপাড়ায় অশীতিপর লুছিয়ার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে ইউএনও
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
চরম অসহায়, হতদরিদ্র, বিধবা, অশীতিপর লুছিয়া বেগমের ঘরে চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা নিয়ে হাজির হলেন কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে ইউএনও আবু হাসনাত শুক্রবার বেলা ১১টায় লুছিয়ার বাড়িতে ছুটে গেলেন। এসময় কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, স্থানীয় মেম্বার আব্দুল খালেক খান উপস্থিত ছিলেন। শহরে ভিক্ষাবৃত্তি করে দুবেলা-দু’মুঠো অন্নের সংস্থান মেলানো অশীতিপর লুছিয়া বেগমের অসহায়ত্ব নিয়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশ হলে খাদ্যসামগ্রী বাড়িতে পৌছে দিলেন কলাপাড়ার ইউএনও।
সরকারি এই কর্মকর্তা জানান, যতদিন কর্মহীন থাকবেন লুছিয়া বেগমের মতো অসহায় মানুষকে বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। চরম অসহায়, বয়সের ভারে ন্যুয়ে পড়া লুছিয়া বেগম জীবন সায়াহ্নে এসেও জীবনের তাগিদে ভিক্ষে করতেন। করোনার কারণে ওই পথও রুদ্ধ হয়ে যায়। স্বামী নেই বহু আগেই। দুই মেয়ে গার্মেন্ট্এ কাজ করেন, ঢাকায় থাকেন। তাঁদেরই চলেনা সংসার। অবর্ণনীয় দুঃখের খবরটি ভাইরাল হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামের খালের পাড়েই বসতি লুছিয়ার।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৩:০২:৩৯ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ