করোনা আতঙ্ক কলাপাড়ায় চৌরাস্তার মাছ বাজার যেন প্রতিদিনকার ঈদের হাট!

প্রথম পাতা » লিড নিউজ » করোনা আতঙ্ক কলাপাড়ায় চৌরাস্তার মাছ বাজার যেন প্রতিদিনকার ঈদের হাট!
শুক্রবার ● ৩ এপ্রিল ২০২০


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পৃথিবীব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে শঙ্কায় থাকা মানুষজনকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের কথা বার বার বলা হলেও তার ধারে কাছেও নেই কলাপাড়ার মানুষ। কলাপাড়ার প্রত্যন্ত জনপদে রয়েছে সচেতন মহলে আতঙ্ক। করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে  ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছেন বাংলাদেশ সরকার ।
এদিকে, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের  চৌরাস্তা ও চাকামইয়া ব্রিজ সংলগ্ন  মৎস্য বাজার ও কাঁচাবাজারের দৃশ্যটা ভিন্ন। প্রতিদিনকার সকালে পূর্বের ন্যায় কয়েক শত লোকের সমন্বয় বড় জনসমাগম ঘটে সেখানে। একেক জনের কাছ থেকে তিন ফুট দূরত্বে থাকতে বলা হলেও এ প্রতিবেদককের শুক্রবারের তোলা ছবিতে দেখা যায়, সেখানে গা ঘেষাঘেষি করে শত শত লোক মাছের বাজারে মাছ ক্রয় করছেন। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা করছেন না কেউ,  মানছেন না সরকারিভাবে নির্দেশনা। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মধ্যেও নেই কোন স্বাস্থ্য সচেতনতা। সেখানে অধিকাংশ লোকের মুখে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি।
টিয়াখালী চৌরাস্তা এলাকার এ জনসমাগম নিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক সাগরকন্যাকে  বলেন, আমরা বৃহস্পতিবার সারাদিন এ বিষয়ে অনেক জনসচেতনতা মূলক কাজ করেছি, বিভিন্ন বাজারে জনসমাগম এড়াতে অনুরোধ করেছি, একশত মোটরসাইকেল জব্দ করা হয়েছে, কলাপাড়া চৌরাস্তা এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচারণা করেছি। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা এই বিষয়টিকে গুরুত্ব  দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

এনআরকে/এনবি

বাংলাদেশ সময়: ১২:২৪:৫৩ ● ২৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ