করোনা মোকাবেলা মহিপুরে শতাধিক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ

প্রথম পাতা » সর্বশেষ » করোনা মোকাবেলা মহিপুরে শতাধিক দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০


---

মহিপুর সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর মহিপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে মহিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকল থেকে বিকেল পর্যন্ত মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামেনের নেতৃত্বে কর্মহীন ও হতদরিদ্র ওইসব পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এসময় থানার অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন। ওসি বলেন, এ ভাইরাসের বিস্তার রোধে লকডাউন থাকায় এ থানার নিন্ম আয়ের মানুষ বেকার হয়ে পড়েছেন। তাই নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে চাল, ডাল, আলু, লবন, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পারিবারের হতে তুলে দেয়া হয়েছে। গত তিন দিন ধরে পুলিশ সদস্যরা মহিপুর থানার নজিবপুর, মনোহাপুর, সুধিরপুর, ইউসুবপুর, মোয়জ্জেমপুর ও নিজামপুর গ্রামের বেড়িবাঁধের বাইরে থাকা শতাধিক দুস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সয়ায়তা তুলে দেন। এসময় ওসি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও  ঘরে থাকার জন্য অনুরোধ জানান।

এমবি/এনবি

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৩৩ ● ৫৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ