বাউফলে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০


---

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) থেকে॥
করোনাভাইরাস সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলতে গিয়ে পরিবার পরিজন নিয়ে সমস্যায় রয়েছেন বাউফলের শ্রমজীবীসহ নিম্নআয়ের মানুষ। এই শ্রেণির মধ্যে রয়েছে, চায়ের দোকানদার, রেস্টুরেন্টের মালিক ও শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানচালক, অটোড্রাইভার, মটরসাইকেল ড্রাইভার এবং দৈনিক শ্রম দেয়া পরিবার। এই শ্রেণির কাজকর্ম না থাকায় তাদের আয়-বাণিজ্যিও নেই। ফলে পরিবারের ভরণ-পোষণে চলছে খাদ্য সংকট। এমতাবস্থায় ওই সকল কর্মহীন পরিবারকে সহায়তার জন্য সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংগঠনও।
বৃহষ্পতিবার সকালে বাউফলের উত্তর কলতা যুব সমাজ নামের এমনই একটি সংগঠন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দেয়া হয়েছে চাল, ডাল, পিয়াজ, আলু, সোয়াবিন তেল ও সাবান। তাদের এ কার্যক্রম সাধ্য মতো চালানো হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এই দু:সময়ে খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্যও অনুরোধ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফারুক খান, মামুন খান, জাকির খান এবং জামাল খানসহ যুবসমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এপি/এনবি

বাংলাদেশ সময়: ১৭:২৬:২২ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ