কয়েক হাজার লোকের সমাগম আমতলীর গাজীপুর বন্দরে সাপ্তাহিক হাট!

প্রথম পাতা » বরগুনা » কয়েক হাজার লোকের সমাগম আমতলীর গাজীপুর বন্দরে সাপ্তাহিক হাট!
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২০


---

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণ রোধে গণজমায়েত না হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। স্থানীয়দের অভিযোগ, হাট ইজারাদার সরকারী নির্দেশনা উপেক্ষা করে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দরে বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসিয়েছে। ওই হাটে অন্তত পাঁচ হাজার লোক জমায়েত হয়েছে। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়রা অভিযোগ করেন, হাট ইজারাদারের লোকজন সরকারের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ হাট বসিয়েছেন। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জমছে ওই হাট। হাটে অন্তত পাঁচ হাজার লোক জমায়েত হয়েছে। হাটে আসা লোকজন ধুমছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করছেন। হাটে হাজার হাজার লোক জমায়েত হওয়ায় সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এতে প্রাণঘাতি করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা করেছে সচেতন নাগরিকরা। এদিকে ওইদিন সকালে হাটে গণজমায়েতের খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ গিয়ে লোকজনকে ধাওয়া করেছে। কিন্তু নৌবাহিনী ও পুলিশের ধাওয়া মানছে না লোকজন। নৌবাহিনী ও পুলিশ সরে আসার পরপরই লোকজন আবার জমায়েত হয়েছে।
---

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, হাট ইজারাদার আজিজুল হক রত্তন মাষ্টার, আবদুস সোবাহান মৃধা, শাহ আলম মোল্লা ও আবদুল ওহাব হাওলাদার সরকারের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাট বসিয়েছেন। তারা ইচ্ছা করলে হাট না বসিয়ে পারতেন।
আমতলী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এ্যাড.এমএ কাদের মিয়া বলেন, করোনা ভাইরাস রোধে গণজমায়েত হওয়া মোটেও কাম্য না। এর বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
গাজীপুর বন্দর হাট ইজারাদার মোঃ আজিজুল হক রত্তন মাষ্টার বলেন, হাট ইজারায় আমার একটি অংশ রয়েছে। আমি একা ইচ্ছা করলে সাপ্তাহিক হাট বন্ধ করতে পারি না। তিনি আরো বলেন, সকালে নৌ-বাহিনীর লোকজন এসে লোকজনকে ধাওয়া করেছে। নৌ-বাহিনী চলে যাওয়ার পর লোকজন আবার জমায়েত হয়েছে।
গাজীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ সরোজিত কুমার দে বলেন, সকালে নৌ-বাহিনী ও পুলিশ গিয়ে গণজমায়েত হওয়া লোকজন সরিয়ে দেয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, গণজমায়েত বন্ধে দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ-বাহিনী ও পুলিশ পাঠিয়েছি।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৭:২৬:১৯ ● ৩৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ