বানারীপাড়া-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত ৮

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়া-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় গুরুতর আহত ৮
রবিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়া-বরিশাল মহাসড়কে যাত্রীবাহি মাহিন্দ্রা-আলফা ও টমটম’র মূখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ওই ৬ জনকেই বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
স্থানীয়রা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে বানারীপাড়া থেকে ৮ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাহিন্দ্রা-আলফা (বানারীপাড়া-বরিশাল) মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর এলাকায় পৌছামাত্র বিপরিত দিক থেকে আসা একটি টমটম’র মূখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রা-আলফা ও টমটম দু’টির সামনের অংশ দুমড়ে মচরে যায় এবং মাহিন্দ্রা চালক আলামিন হোসেন, যাত্রী আশ্ররাফুল ইসলাম, শফিকুল ইসলাম, অমল হালদার, গ্রাম ডাক্তার অনিমেশ বড়াল ও টমটম চালক ইউসুফ গুরুতর আহত হয়। প্রথমে স্থানীয়রা আহতাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহতাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আসংকা জনক অবস্থায় ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। এদিকে খবর পেয়ে ওই রাতেই বানারীপাড়া ও উজিরপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দূমরে মুচরে যাওয়া মাহিন্দ্রা-আলফা ও টমটম উদ্ধার করেন। অপরদিকে ঘটনাস্থল উজিরপুর থানা এলাকায় হওয়ায় এ ব্যাপরে সেখানেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান।

বাংলাদেশ সময়: ০:৫২:৩৬ ● ৪৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ