করোনা প্রতিরোধ রাঙ্গাবালীবাসীকে সচেতন করতে মাঠে পুলিশ

প্রথম পাতা » সর্বশেষ » করোনা প্রতিরোধ রাঙ্গাবালীবাসীকে সচেতন করতে মাঠে পুলিশ
বুধবার ● ১ এপ্রিল ২০২০


---

রাঙ্গাবালী সাগরকন্যা প্রতিনিধি॥
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে মাঠে কাজ করছে পুলিশ। শুরু থেকেই করোনা প্রতিরোধে রাঙ্গাবালী থানা পুলিশের সচেতনতা মূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।
জানা গেছে, উপজেলা প্রশাসনের পাশাপাশি রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদের নেতৃত্বে উপজেলার ৬টি ইউনিয়নে করোনা প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। অসহায়-দুস্থ পরিবারের মাঝে সুরক্ষা মাস্ক ও খাদ্যসামগ্রীও বিতরণ করছেন তারা। এছাড়া এ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা, এনিয়ে বিভিন্ন হাট-বাজার ও গ্রামগঞ্জে পুলিশের টহল অব্যাহত আছে।
এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় করোনা থেকে রাঙ্গাবালীবাসীকে সুরক্ষা করতে সচেতনতা মূলক প্রচার-প্রচারণার কাজ করে যাচ্ছি। আমাদের প্রত্যেক পুলিশ সদস্য আন্তরিকতার সঙ্গে কাজটি করে যাচ্ছেন। এ কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তাও সর্বদা  আমাদের সহযোগীতা করছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এ কাজে সফল হবো বলে প্রত্যাশা করছি।’

কেএইচ/এনবি

বাংলাদেশ সময়: ১৮:৪৪:০৭ ● ৪৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ