করোনার প্রভাব আমতলীর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ

প্রথম পাতা » বরগুনা » করোনার প্রভাব আমতলীর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ
বুধবার ● ১ এপ্রিল ২০২০


---

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলামের উদ্যোগে পৌর শহর ও চাওড়া ইউনিয়নের দুই’শ হতদরিদ্র কর্মহীন ও রিকশা চালকের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সামাজিক সুরক্ষা বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার অন্তত ত্রিশ হাজার হতদরিদ্র  শ্রমজীবী মানুষ। এ হতদরিদ্র শ্রমজীবী পরিবারগুলোর মধ্যে দুই শ’ পরিবারকে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলামের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। করোনা ভাইরাসের আপদকালিন সময়ে আমতলী পৌরসভা ও চাওড়া ইউনিয়নের শ্রমজীবী প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি পিয়াজ ও সাবান বিতরণ করেন। খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহম্মেদ ত্বোহা, জহিরুল ইসলাম ফাগুন, ইয়ামিন হাওলাদার ও রাহাত মৃধা প্রমুখ।

এইচএকে/এনইউবি

বাংলাদেশ সময়: ১৩:০০:৪৪ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ