পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের জেটিতে কয়লা খালাশ শুরু

প্রথম পাতা » পায়রা বন্দর » পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের জেটিতে কয়লা খালাশ শুরু
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০


পায়রা তাপবিদ্যুত কেন্দ্রের জেটিতে কয়লা খালাশ শুরু

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে কয়লা নিয়ে এমভি সিসো ট্রিনিটি নামে জাহাজ থেকে ২২ হাজার ২২০ মেট্রিকটন কয়লা খালাশের কাজ চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে করোনা সুরক্ষা মেনে কয়লা খালাশের কাজ শুরু হয়। পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের নিজস্ব জেটি থেকে এ পরিমাণ কয়লা খালাশের কাজ চলমান রয়েছে। জাহাজটি সোমবার সকালে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের জেটিতে ভিড়েছে। এ জাহাজে ক্রুসহ ২২জন কর্মচারী রয়েছেন। জাহাজটির শিপিং এজেন্ট বীকন সিট্রান্স লিমিটেডের আবেদনের প্রেক্ষিতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ চিন্ময় হাওলাদারের নির্দেশনায় ডাঃ সায়মা সুলতানা সোমবার জাহাজটিতে গিয়ে ক্রুসহ সকল বিদেশীর স্বাস্থ্য পরীক্ষার কাজ সম্পন্ন করেছেন। নির্ভরযোগ্য সুত্রমতে আগামিকাল, বুধবার কয়লা খালাশের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০২:৩২ ● ৫৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ