দশমিনায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর হামলাকারী আটক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দশমিনায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর হামলাকারী আটক
মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০


দশমিনায় স্বাস্থ্য কর্মকর্তার ওপর হামলাকারী আটক

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় পুলিশ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টায় ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে।
জানা যায়, বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃত. আনজের আলীর ছেলে ওমর ফারুক (৪৫) নিজ স্ত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানের অফিস কক্ষে ঢুকে হামলা করে। পরে হামলাকারী ওমর ফারুককে একটি দেশীয় চাকুসহ থানা পুলিশ আটক করেছে।
এ ঘটনার পরে হামলাকারী ওমর ফারুকের বাড়ীতে খোঁজ নিলে স্বজন আব্দুল কাদের ও মোঃ শহিদুল ইসলাম জানায়, দীর্ঘ তিন বছর পূর্বে ওমর ফারুকের স্ত্রী সন্তানসহ স্বামী ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। ওমর ফারুক মানসিক ভারসাম্য হারাতে পারেন বলেও দাবি স্বজনদের।
দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হামলাকারী বা তার পরিবারের কেউ আমার পূর্ব পরিচিত নয়। জরুরী সভা ডেকেছি, কর্মকর্তা কর্মচারীদের মতামত নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
দশমিনা থানা ওসি এসএম জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫০:২৫ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ