করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দশমিনায় সেনাবাহিনী

প্রথম পাতা » সর্বশেষ » করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দশমিনায় সেনাবাহিনী
শনিবার ● ২৮ মার্চ ২০২০


---

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় টহলে এসেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার জনগুরুত্বপূর্ণস্থানসহ বিভিন্ন সড়কে মহড়া ও মাইকিং করেছেন তারা।
এ সময় সেনা সদস্যরা হ্যান্ড মাইকে বলেন, আপনার সচেতনায় করোনার প্রতিরোধ, ২০সেকেন্ড সাবানপানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। যেখানে সেখানে কফ ও থু-থু ফেলবেন না। হাত দিয়ে মুখ চোখ ও নাক স্পর্শ থেকে বিরত থাকুন। ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিকে এড়িয়ে চলুন। হাচি কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু-কাপড় ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং হাত পরিস্কার করুন।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৮ ● ৪৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ