দশমিনায় করোনা গুজবে মধ্যরাতে আজান-উলুধ্বনি

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় করোনা গুজবে মধ্যরাতে আজান-উলুধ্বনি
শুক্রবার ● ২৭ মার্চ ২০২০


দশমিনায় করোনা গুজবে মধ্যরাতে আজান উলুধ্বনি

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

মধ্যরাতে মানুষ যখন ঘুমে অচেতন ঠিক তখনই পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জের মানুষের মধ্যে করোনা ভাইরাস ও ভূমিকম্পের গুজব রটানো হয়েছে। এই গুজবে বিভ্রান্ত হয়ে কেউ কেউ আজান দিয়েছেন সাথে আল্লাহু আকবার ধ্বনি আবার কেউ উলুধ্বনি আর সাথে কীর্তণ। করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে যখন মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা বলা হচ্ছে তখন এমন গুজবের কারণে সাধারণ মানুষের মাঝে করোনা ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার মধ্যরাতে এ গুজবের ঘটনা ঘটে।
বেল্লাল হোসেনসহ আরও কয়েক এরাকাবাসী জানান, উপজেলার গ্রাম-মহল্লার মসজিদের মাইকে ‘এলাকাবাসী আপনারা ওঠেন, রাত দুইটায় ভূমিকম্প হবে’ বলে প্রচার করা হয়। সাথে সাথে দেয়া হয় আজান ও উলুধ্বনি । সেই সাথে মানুষ ভয়ে একত্রিত হতে থাকে। ভূমিকম্পের গুজবে শুরু হয় আজান ও উলুধ্বনি।
দশমিনা সদর ইউনিয়নের রিপন চন্দ্র বলেন, ভূমিকম্পের গুজবে মধ্যরাতে মানুষের ঘুম নষ্ট করে আতঙ্ক সৃষ্টি করে আজান দেয়া হচ্ছে সেই সাথে উলুধ্বনি। এটা কেমন কথা? আমরা সচেতন হব কবে? ।
এসব গুজবের বিষয়ে দশমিনা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জালাল উদ্দিন বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫৪:৪৬ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ