করোনা প্রতিরোধ নেছারাবাদে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন

প্রথম পাতা » পিরোজপুর » করোনা প্রতিরোধ নেছারাবাদে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে মাঠে নেমেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ও অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার দুই ভাগে বিভক্ত হয়ে করোনা প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ অভিযানে নামেন।
এসময় উপজেলায় সবরকমের জনসমাগম, নির্ধারিত যানবাহন, দোকানপাট বন্ধ রাখতে মাঠে তাদের কঠোর অবস্থানে দেখা যায়।
প্রশাসনের পূর্ব নির্ধারিত আইন মেনে অনেক ব্যবসায়ী ও ড্রাইভাররা দোকানপাট ও যানবাহন বন্ধ রাখেন। তবে রাস্তার পাশে অলিগলির কিছু কিছু দোকানপাট আইন অমান্য করে দোকান খোলা রাখেন। তাদের মাঝে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু তাদেরকে কঠোর হুশিয়ারি দিয়ে দোকান বন্ধ রাখতে নির্দেশ দেন। একইসাথে রাস্তাঘাটে তিন চাকা বিশিষ্ট অটোরিক্সা ও রিকশা চলতে দেখায় গাড়ী থেকে যাত্রী নামিয়ে তারা ওইসব ছোট খাট যানবাহনও বন্ধ করে দিয়েছেন।
এরআগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা চত্ত্বরের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তলন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, ওসি কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
পতাকা উত্তলনের পরপরই ইউএনও এবং ওসি পুলিশ টিম নিয়ে দুইভাগে বিভক্ত হয়ে তারা অভিযানে নামেন।

এমআরএ/এনবি

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৪ ● ৪১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ