দশমিনায় দরিদ্র পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় দরিদ্র পরিবারের মাঝে চাল-ডাল বিতরণ
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০


---

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বিশ্বব্যাপি মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয় ইউনিয়নে ও রনগোপালদী ইউনিয়নে নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, আলু ও ডাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় রনগোলদী ইউনিয়ানের ১হাজার পরিবারকে ও বেলা ১২টায় বাঁশবাড়িয়া ইউনিয়ানের ১শ’৫০পরিবারকে এ পণ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ আজিজ মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্রু, রনগোপালদী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ও সকল ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ এবং  বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন, বাঁশবাড়িয়া ইউনিয়ান আ’লীগের সভাপতি কাজী আনোয়ার ও সকল ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।
উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংক না হয়ে এর প্রতিরোধে সকলকে সচেতনতার সাথে সম্মিলিতভাবে মোকাবেলা ও সরকারী নির্দেশ মেনে চলা।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, উপজেলার সকল ইউনিয়ান চেয়ারম্যানকে নিম্নবিত্ত আয়ের মানুষের তালিকা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এ পন্য সামগ্রী বিতরনণকার্যক্রম চলবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪৭ ● ৪০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ